Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিভাগীয় অফিস পরিদর্শন

সর্বশেষ গত ২৯/৮/২০১৮ তারিখ বন সংরক্ষক, খুলনা কর্তৃক তাহার দপ্তরের অধিনস্ত বিভাগীয় বন     কর্মকর্তার কার্যালয়, সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট পরিদর্শন করেন।

পরিদর্শন প্রতিবেদন:

অফিস ভবনটি সরকারি। ২০০৭ সালে অফিস ভবনটি নির্মাণ করা হয়েছে।

সরকারি ভবন বিধায় ভাড়ার প্রয়োজন হয় না।

অফিস ভবনটি ২০০৭ সালে আধুনিক ডিজাইনের নব নির্মিত নতুন ভবন। ভবনের সার্বিক অবস্থা ভাল এবং নিয়মিত মেরামত করা হয়।

অফিসে বর্তমানে পর্যাপ্ত আসবাবপত্র ভাল অবস্থায় আছে। সম্প্রতি প্রকল্প থেকে বেশ কিছু আসবাবপত্র সরবরাহ পাওয়া গিয়াছে। আসবাবপত্রের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করার জন্য বলা হলো।

 

 

অত্র বন বিভাগে কোন রক্ষিত বন এবং অশ্রেণীভুক্ত বনভুমি নেই। সংরক্ষিত বনভুমির গেজেট সংরক্ষণ করা হচ্ছে। ২০০১ সালে তৎকালীন সুন্দরবন বিভাগকে বিভক্ত করে সুন্দরবন পূর্ব ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ নামে দুটি বিভাগ সৃষ্টি করে প্রজ্ঞাপন জারী করা হয়। প্রজ্ঞাপনটি সংরক্ষিত আছে।

সমগ্র সুন্দরবনের ২০১৩ সালে প্রস্তুতকৃত হালনাগাদ জি,আই,এস ম্যাপ সংরক্ষিত আছে। শুধুমাত্র এই বন বিভাগের এলাকা নিয়ে ম্যাপ তৈরীর উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।

বর্তমানে কোন ফেলিং কার্যক্রম চালু না থাকায় কোন ধরণের কন্ট্রোল ফরম চালু নেই বা ব্যবহৃত হয় না।

১৯৬৯ সালে সর্বশেষ ঈড়সঢ়ধৎঃসবহঃ, ঐরংঃড়ৎু প্রস্তুত করা হয়েছে। রিমস্্ ইউনিট এর সাথে যোগাযোগ পূর্বক হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করতে বলা হলো।  

সর্বশেষ ২০০৯-১০ সালে সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা প্রকল্প (ঝগঝ) থেকে বাগান উত্তোলন করা হয়েছিল। উক্ত বাগানের জার্নাল সংরক্ষিত আছে।  

দীর্ঘদিন কোন ধরণের ঋবষষরহম কার্যক্রম চালু না থাকায় ডিপোর কার্যক্রম নেই এবং এটির বর্তমানে প্রয়োজন নেই।  

সর্বশেষ ২০১২-১৩ সালে ৩৯৮.৩৫ ঘন মিটার কাঠ সরকারি রাজস্ব প্রদান পূর্বক ব্যবহার করা হয়েছে। বর্তমানে সরকারি কাজে ব্যবহারের জন্য ৯৮.৩৫ ঘন মিটার কাঠ ব্যবহারের অনুমতির জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

ব্যবহৃত কাঠের হিসাব সংরক্ষণ করা হচ্ছে। তবে নির্ধারিত ফরমে হচ্ছে না। নির্ধারিত ফরম সংগ্রহ পুর্বক ব্যবস্থা গ্রহণ করতে বলা হলো।
সরকারিভাবে কোন কাঠ কাটা ও সংগ্রহের কোন প্রচলন বর্তমানে নেই।
ভাসমান কাঠ নেই।

কাঠ কাটার উপর সরকারি নিষেধাজ্ঞা থাকায় বর্তমানে এই ব্যবস্থা চালু নেই।